২১দিন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ


তা র কা জ গ ৎ
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২২, ৩:১৩ অপরাহ্ণ / ৬৯
২১দিন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

চলতি বছর ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত (মোট ২১ দিন) দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ডা. দীপু মনি আরো জানান, যানজটের কথা বিবেচনা করে সকাল এবারের পরীক্ষা ১০টার পরিবর্তে বেলা ১১টা থেকে শুরু হবে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম।

Spread the love
Link Copied !!