যশোরে ৪৯ মোবাইল ফোন উদ্ধার


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ / ৭৯
যশোরে ৪৯ মোবাইল ফোন উদ্ধার

যশোরে ৪৯ মোবাইল ফোন উদ্ধার। যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল এক মাসে হারানো ৪৯টি মোবাইল উদ্ধার, ৭৮,৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার, হ্যাক হয়ে যাওয়া ১০টি ফেসবুক আইডি পূণরুদ্ধার, মিসিং ১০ জন ভিকটিম উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।

যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মোকিত সরকার শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মোকিত সরকার বলেন, যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় হারানো ৪৯টি মোবাইল উদ্ধার, ৭৮ হাজার ৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার, ১০টি ফেসবুক আইডি হ্যাক হয়েছে, ৯ জন ভিকটিম মিসিং হয়েছে।

আরও পড়ুন: যশোরে পায়েল হিজড়ার সপরিবারে মানবেতর জীবন যাপন

জেলার ৯টি থানায় জিডি মুলে যশোরে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল প্রযুক্তি ব্যবহার দেশের বিভিন্ন জেলা থেকে সে গুলো উদ্ধার করে আজ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হলো।

Spread the love
Link Copied !!