মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২২, ১:৫৭ অপরাহ্ণ / ১০০
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের ১০০ শয্যার কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো ১ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. একেএম কাজী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে শহরের পূর্ব দাশড়া এলাকার রেনু বালা (৮৬) কোভিড ইউনিটে মারা গেছেন। চলতি মাসের ১ তারিখে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে ৪ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়।  প্রাপ্ত ফলাফলে তার করোনা ধরা পড়ে। তিনি কোভিড ভ্যাকসিন গ্রহণ করেননি।

তিনি আরো বলেন, কোভিড ইউনিটে ৯ জন করোনায় আক্রান্ত রোগী ও করোনার উপসর্গ থাকায় ১৯ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

Spread the love
Link Copied !!