বটিয়াঘাটাি ইউপির ১নং ওয়ার্ড উন্মুক্ত সভা অনুষ্ঠিত।


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২২, ৪:১৩ অপরাহ্ণ / ১১৭
বটিয়াঘাটাি ইউপির ১নং ওয়ার্ড উন্মুক্ত সভা অনুষ্ঠিত।

গত বৃহস্পতিবার বেলা ১১ টায় হেতালবুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বটিয়াঘাটা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রথম ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নং প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যা বিবেক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু। উপস্থিত ছিলেন নারী ইউপি সদস্য লিপিকা জোদ্দার, নারী নেত্রী অপর্ণা বিশ্বাস, সাবেক ছাত্র নেতা সাধন বিশ্বাস, ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক মূরারী মোহন ঢালী, অনিমেষ ঢালী, সহাদেব রায়, গুরুদাসী বৈরাগী, লিটন গাইন, মোং মোশারেফ হোসেন হীরু, রেজাউল সরদার, আশরাফ হোসেন, কে এম এস বটিয়াঘাটা ম্যানেজার প্রমূখ।

Spread the love
Link Copied !!