নাইকো মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ / ৩৪
নাইকো  মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর

নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় চার্জগঠন শুনানির তারিখ আগামী ২৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এদিন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই মাসুদ আহম্মেদ তালুকদার চার্জশুনানি করেন।

খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আরও চার্জশুনানি করবেন বলেও জানান মাসুদ আহম্মেদ তালুকদার। কিন্তু এ জে মোহাম্মদ আলী অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। এজন্য মাসুদ আহম্মেদ তালুকদার সময় আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এই তারিখ ধার্য করেন।

আরও পড়ুন:পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান- পরমাণু অস্ত্রের হুমকি থেকে বিশ্বকে মুক্ত রাখতে হবে

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছরের ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।

Spread the love
Link Copied !!