দেশে আজ করোনায় ৩ জনের মৃত্যু


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২২, ৯:১৫ অপরাহ্ণ / ১৩২
দেশে আজ করোনায় ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিন এই রোগে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১১ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৬ জন। আগের দিন ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১৬ জন।

আরও পড়ুন:কারো মুখাপেক্ষী না হয়ে মানবাধিকার রক্ষায় এনএইচআরসিকে কাজ করার নির্দেশনা রাষ্ট্রপতির

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৫ জন। শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।

Spread the love
Link Copied !!