ডুমুরিয়ার এতিহ্যবাহী জাগ্রত জিয়ালতলা মহামায়া আশ্রমে বাৎসরিক মায়ের পূজা আজ।


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৮:২৯ পূর্বাহ্ণ / ১৭১
ডুমুরিয়ার এতিহ্যবাহী জাগ্রত জিয়ালতলা মহামায়া আশ্রমে বাৎসরিক মায়ের পূজা আজ।

ডুমুরিয়া প্রতিনিধি:
মাঘি পূর্ণিমা উপলক্ষ্যে জেলার ডুমুরিয়া উপজেলার এতিহ্যবাহী জাগ্রত জিয়ালতলা মহামায়া আশ্রমে সরকারি কোভিড প্রটোকল ও স্বাস্থ্য বিধি মেনে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী শ্রী শ্রী কালী মায়ের পুজা, অধিবাস কীর্তন, ধর্মীয় কবিগানের ন্যায় গান ও ধর্মীয় যাত্রাগানের ন্যায় ধর্মীয় গান। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আজ সন্ধ্যায় মায়ের পূজা ও অধিবাস কীর্তন এবং আগামীকাল বৃহস্পতিবার বিকালে ধর্মীয় কবি গান ও ধর্মীয় যাত্রা গান। আশ্রম অধ্যক্ষ শ্রী নারায়ণ চন্দ্র সাধু সরকারি কোভিড প্রটোকল ও স্বাস্থ্যবিধি মেনেই স্বল্প পরিসরে আশ্রমের সকল ভক্তবৃন্দদের ধর্মীয় এ সকল অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন।

Spread the love
Link Copied !!