জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন ও বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানুষের ভালবাসার ঋণ শোধ করে গেছেন— হুইপ পঞ্চানন বিশ্বাস এম.পি।


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ণ / ১৫৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন ও বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানুষের ভালবাসার ঋণ শোধ করে গেছেন— হুইপ পঞ্চানন বিশ্বাস এম.পি।

বটিয়াঘাটা প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু দেশের স্বাধীনতা নয়, নিজের জীবন ও বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। বঙ্গবন্ধুর মতো সোনার ছেলে এ দেশে জন্মগ্রহণ করেছিলো বলেই আজকে এ দেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। তাঁর এই অবদান দেশে বিদেশে আজও প্রশংসিত হয়ে চলেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বলিষ্ঠ পদক্ষেপে দেশে এমনটি সুনাম বয়ে আসছে বলেও তিঁনি জানান। আজকের ক্ষুদে বঙ্গবন্ধু শিশুরা আগামী দিনে প্রত্যেকে জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ প্রতিটি শিশুকে বুকে ধারণ করে আগামীদিনে দেশ গঠনের কাজে নিজেকে আত্মনিয়োজিত করতে হবে। তিনি আরো বলেন, গোপালগঞ্জের সেই শিশু খোকা নামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ নামক একটি দেশ উপহার দিয়ে গেছেন তিঁনি। এটার স্বাদ আমাদের প্রতি প্রত্যেকেই লালন করতে হবে। তিঁনি গতকাল বৃহষ্পতিবার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, কেঁক কাঁটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে এ কথাগুলি বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, ওসি (তদন্ত) জাহেদুর ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা নীপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, ভেটেরিনারি সার্জন প্রীতিলতা রায়, আরডিও সুলতানা নাসরীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, তথ্য আপা মিতালি মন্ডল, ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদার, নির্মল মন্ডল, মহেন্দ্রনাথ টিকাদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, মানবাধিকার সংরক্ষণ কমিশনের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে সকাল সাড়ে ১০ টায় এ সময়ে সকলে মিলে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Spread the love
Link Copied !!