আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে পাকিস্তানের ৫ সেনা নিহত


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২২, ২:১৪ অপরাহ্ণ / ৭৬
আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে পাকিস্তানের ৫ সেনা নিহত

ঢাকাঃ আফগানিস্তান থেকে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শনিবার রাতে পাকিস্তানের কুররম জেলায় অবস্থিত আফগান সীমান্তে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে দুই সেনা ঘাঁটিতে রাতভর হামলা চালানোর দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএফ) বিদ্রোহী গোষ্ঠী। বিএলএফ- এর দাবি তাদের হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানের সেনা নিহত হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তানের কুররম জেলায় আন্তর্জাতিক সীমান্তে আফগানিস্তানের ভেতর থেকে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে পাকিস্তানের ৫ সেনা নিহত হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছে। পাকিস্তান এর তীব্র নিন্দা জানাচ্ছে। ইসলামাবাদ আশা করে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে নিজেদের ভূখণ্ড থেকে পাকিস্তানবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হতে দেবে না।’

একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে আফগান সীমান্তের ভেতর থেকে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয় এবং এর জবাবে সেনাসদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। পরবর্তী তিন ঘণ্টা এই গুলিবিনিময় চলে।

এদিকে এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী, এ ধরনের ক্রস বর্ডার হামলা বন্ধ করা উচিত তালেবানের।’

তবে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে আফগান সরকার।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের উপমুখপাত্র বিলাল কারিমি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমরা সব দেশকে নিশ্চয়তা দিচ্ছি, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের নিশ্চিত করছি যে- কেউই তাদের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না।’

Spread the love
Link Copied !!