স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২২, ৮:২৫ অপরাহ্ণ / ১১২
স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড

স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রাজধানীর সবুজবাগে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের মামলায় আসামি রাজু আহমেদ নামে এক রেস্টুরেন্ট কর্মীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদন্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের অভিযোগ ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থির মা বাদি হয়ে সুবজবাগ থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন: আজ ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন

মামলার ২০ দিনের মাথায় ২৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থি এক পুত্র সন্তান প্রসব করে। বর্তমানে শিশুটি রাজধানীর আজিমপুরে সোনামণি নিবাসে রয়েছে। তদন্ত শেষে একই বছরের ৭ মে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। পরবর্তিতে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলা তদন্ত, আলামত পর্যালোচনা এবং ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষনা করা হয়।

Spread the love
Link Copied !!