সাংবাদিকদের ওপর হামলাকারী আইনজীবীদের গ্রেপ্তারে আলটিমেটাম


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ১১:৫২ অপরাহ্ণ / ৩৬
সাংবাদিকদের ওপর হামলাকারী আইনজীবীদের গ্রেপ্তারে আলটিমেটাম

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংগঠনের দুই সদস্যের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এদিকে নগরের কোতোয়ালি থানার কোর্ট হলি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন সিকদার ও আনিসুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবারের (১৯ আগস্ট) সমাবেশে দুই সাংবাদিকের ওপর হামলাকারী আইনজীবীদের গ্রেফতার ও বার কাউন্সিল সনদ বাতিলের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায়, সারাদেশের সাংবাদিকদের নিয়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে নেয়ার হুঁশয়িারি দেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, চট্টগ্রামের যে কোন প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে আইনজীবীদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সাংবাদিকরা। দীর্ঘদিনের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যইে আদালত প্রাঙ্গণে আইনজীবী পরিচয়ে সাংবাদিকদের ওপর হামলা অনাকাঙ্খিত। আমরা বিশ্বাস করি দেশবিরোধী কোন স্বার্থের ইন্ধনে আইনজীবী পরিচয়ে সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।

কারণ, জঙ্গী হামলার রায়ের ঘটনার সংবাদ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। দোষীদের চিহ্নিত করে আইনজীবী সমিতিকে তাদের সদস্যপদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে তাদের আইনজীবী সনদ বাতিল না করলে ধারাবাহকি কর্মসূচির মাধ্যমে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন শুরু করবে বলে জানান সিইউজে সভাপতি।

আরও পড়ুন: বিআরটির গার্ডার দূর্ঘটনায় গ্রেপ্তার দশ আসামী রিমান্ডে

সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম প্রমূখ সংগঠনের যুগ্ম সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সেইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, প্রণব বড়ুয়া অর্ণব, সিইউজের টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী প্রমুখ।

Spread the love
Link Copied !!