শাহআলী থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) জন পেশাদার মোটরসাইকেল চোর গ্রেফতার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২২, ১১:১২ অপরাহ্ণ / ১০৫
শাহআলী থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) জন পেশাদার  মোটরসাইকেল চোর গ্রেফতার

শাহআলী থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) জন পেশাদার মোটরসাইকেল চোর গ্রেফতার হয়েছে। অভিযোগকারী মোঃ ইব্রাহিম খলিল (২৬) এর ব্যবহৃত মোটরসাইকেল আর ওয়ান ৫ ভার্সন থ্রি গত ৩০/০৭/ ২০২২ তারিখ সময় দুপুর অনুমান ১৫.৩০ ঘটিকা হইতে ১৭.৩০ ঘটিকার মধ্যে শাহআলী থানাধীন বাসা-২৩,২৪, রোড-০৪, ব্লক-ই হইতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করিয়া নিয়া যায়।

অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানার মামলা-০৫, তারিখ-০৫/০৮/২০২২ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড রুজু পূর্বক তদন্তভার এসআই(নিঃ)/মোঃ এমাদুল হক কে অর্পন করা হয়। মামলার ঘটনাস্থল এলাকার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আসামী ১। মোঃ মশিয়ার শেখ @ হৃদয় (৩৪), পিতা-মৃত ওয়াদুদ শেখ, মাতা-মোসাঃ জরিনা বেগম, স্ত্রী-আদরী আক্তার প্রিয়া, সাং-খলিশাখালী(শেখবাড়ী), থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এপি সাং-রোড-০২, ব্লক-ই, ঢাকা উদ্যান, থানা-মোহাম্মদপুর, ঢাকাকে সনাক্তপূর্বক গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল ঢাকা মেট্রো ল- ৪৭-২৭৩৬ উদ্ধার করা হয় এবং ঘটনার সময় পরিহিত শার্ট উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং তার সহযোগী আসামীর নাম প্রকাশ করে।

তাহার দেওয়া তথ্য মতে সহযোগী আসামী ২। মমিন মিয়া @ রনি (৩০), পিতা-মৃত আজিজুল ইসলাম, মাতা-রেবেকা সুলতানা, সাং-দলজিতপুর, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এপি সাং-রনচন্ডি দালাল পাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করিলে চুরির ঘটনার বিষয়ে স্বীকার করে। আসামীদ্বয় পেশাদার মোটর সাইকেল চোর।

সিডিএমএস পর্যালোচনা করিয়া আসামী মশিয়ার রহমান এর বিরুদ্ধে
১। কেএমপি এর খুলনা সদর থানার মামলা নং-০৭, তারিখ-০৪/০৯/২০২১, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড,
২। নড়াইল জেলার লোহাগড়া থানার মামলা নং-৩৩, তারিখ-৩১/০৭/২০২০ খ্রিঃ ধারা-১২০-
খ,/১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/১১৪ পেনাল কোড,
৩। চাঁদপুর সদর থানার মামলা নং-৪৯, তারিখ-২০/০৯/২০১৪ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড,
৪। নড়াইল জেলাল লোহাগড়া থানার মামলা নং-০১, ধারা-৪৫৭/৩৭৯ পেনাল কোড,
৫। সিএমপি এর আকবার শাহ থানার মামলা নং-৫০, তারিখ-২৫/০৯/২০১৮ খ্রিঃ, ধারা-১৯৯০ সালের
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৯(খ),
৬। খুলনা জেলার দিঘলিয়া থানার মামলা নং-০৭, তারিখ-২৪/১২/২০১৬ খ্রি, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড।

আরও পড়ুন:ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ভালুকার ছাত্রনেতা

অপর আসামী মমিন মিয়া @ রনি (৩০) এর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করিয়া তাহার বিরুদ্ধে
১। ডিএমপি এর আদাবর থানার মামলা নং-০৮, তারিখ-১০/০৪/২০১১ খ্রিঃ, ধারা-১৯৯০ সালের
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(খ),
২। ডিএমপি এর মোহাম্মদপুর থানার মামলা নং-১৭৩, তারিখ-২৯/০৩/২০২২ খ্রিঃ, ধারা-৩৭৯/৫১১ পেনাল কোড,
৩। ঢাকা এর সাভার থানার মামলা নং-৪৪, তারিখ-১৯/১১/২০২০ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,
৪। ঢাকা সাভার থানার মামলা নং-৪৫, তারিখ-১৯/১১/২০২০ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক),
৫। নড়াইল এর নড়াইল সদর থানার মামলা নং-০২, তারিখ-০১/১১/২০১৮ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড,
৬। ডিএমপি এর মিরপুর মডেল থানার মামলা নং-৬৮, তারিখ-২৮/০২/২০২০ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড,
৭। ডিএমপি এর শেরে বাংলা থানার মামলা নং-০৪(১১)১৬, মোটর সাইকেল চুরি মামলা
৮। ডিএমপি এর শেরে বাংলা থানার মামলা নং-০৫(১০)১৬, মোটর সাইকেল চুরি মামলা
৯। ডিএমপি এর শেরে বাংলা থানার মামলা নং-২৩(৯)১৬, মোটর সাইকেল চুরি মামলা
১০। ডিএমপি এর শেরে বাংলা থানার মামলা নং-১৫(৯)১৬, মোটর সাইকেল চুরি মামলা
১১। মিরপুর মডেল থানার মামলা নং-১৩(১০)১৬, মোটর সাইকেল চুরি মামলা
১২। নড়াইল সদর থানার মামলা নং-২৪(৬)১৮, মোটর সাইকেল চুরি মামলা
১৩। নড়াইল সদর থানার মামলা নং-৬৫(১০)১৭, মামলা তদন্তাধীন।

উপরোক্ত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে আসামীদ্বয় মোটরসাইকেল চুরির বিষয়ে স্বীকার করে। জিজ্ঞাসাবাদ পূর্বক চোরাই মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Spread the love
Link Copied !!