মিঠাপুকুরে পানের দোকানের আড়ালে রমরমা ফেনসিডিল ব্যবসা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২২, ৩:৩১ অপরাহ্ণ / ১৩৪
মিঠাপুকুরে পানের দোকানের আড়ালে রমরমা ফেনসিডিল ব্যবসা

মিঠাপুকুর উপজেলার ১৩নং গোপালপুর ইউনিয়নের ছ,মিল বাজারে খিলি পানের দোকানের আড়ালে চলছে রমরমা ফেনসিডিল ব্যবসা।খিলি পানের দোকানের সামনে মাদকসেবীদের প্রকাশ্য বিচরণও চোখে পড়ার মতো।

এলাবাসীর অভিযোগ,খিলি পানের দোকানের নাম করে মাদক ব্যবসার মাধ্যমে রাতারাতি বিপুল অর্থবান হাওয়ার স্বপন দেখছেন শালটিপাড়া গ্রামের মৃত্যু ছফর উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা ঘুটু।

এখানে নির্বিঘ্নে চলছে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা। মাদকসেবীদের আনাগোনা বেশি পরিলক্ষিত হয় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। রাত যত গভীর হয় দোকান হয়ে ওঠে মাদকসেবীদের আখড়া।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এই পান দোকানদার গোলাম মোস্তফা ঘুটু তার কর্মচারীদের দিয়ে দেদারসে পরিচালনা করছেন ফেনসিডিল ব্যবসা। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থও কামিয়েছেন তিনি।এতে করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার মতো অবস্থা তার।

আরও পড়ুন: জাজ মাল্টিমিডিয়ার সিইও কে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়

এ ব্যাপারে জানতে মুঠোফোনে পান দোকান মালিক গোলাম মোস্তফা ঘুটুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

মিঠাপুকুর অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন,বিষয়টি পর্যবেক্ষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love
Link Copied !!