মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২২, ২:১৬ অপরাহ্ণ / ৭৮
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঢাকাঃ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মাদাগাস্কারে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘বাতসিরাই’। প্রবল ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। দেশটির সরকারের তথ্যমতে, ৪৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছে।

জানা গেছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় বাতসিরাই। দুই সপ্তাহ পর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বাতসিরাই প্রবল বেগে আঘাত হানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। ঘূর্ণিঝড়ের পর বন্যায় ডুবে গেছে বহু এলাকা। এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায়।

দুই সপ্তাহের মধ্যে আফ্রিকার এই দরিদ্র দেশটি দ্বিতীয়বারের মতো ঘূর্ণিঝড়ের কবলে পড়লো। ফলে বিপর্যয় অবস্থার মধ্যে দাঁড়িয়ে দেশটি। গত শনিবার ঘণ্টায় ১৬৫ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে উপকূলীয় এলাকায়। অনেকে জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণে দেখা দিয়েছে বন্যা। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে কমপক্ষে দেড় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সবেচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে একটি হল পূর্ব উপকূলের নসি ভারিকা। সেখানকার প্রায় ৯৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। দেশটির এক কর্মকর্তা বলেন, এই মাত্র যেন আমাদের ওপর বোমা ফেলা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় অ্যানার আঘাতে দেশটিতে ৫৫ জনের মৃত্যু হয়। উদ্বাস্তু হয়ে পড়ে প্রায় দেড় লাখ মানুষ। এছাড়া অ্যানার আঘাতে মোজাম্বিক ও মালউইতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনটি দেশে মোট মৃত্যু হয় ৮৮ জনের।

Spread the love
Link Copied !!