বটিয়াঘাটার জলমা ইউনিয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্স সেন্টার নির্মান কল্পে খাস জমি অনুসন্ধানে-খুবির উপাচার্য ।


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২২, ২:৫৮ অপরাহ্ণ / ১৪৮
বটিয়াঘাটার জলমা ইউনিয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্স সেন্টার নির্মান কল্পে খাস জমি অনুসন্ধানে-খুবির উপাচার্য ।

বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ডিসিপ্লিনের রিসার্স সেন্টার নির্মানের জন্য সরকারি অকৃষি খাস জমি অনুসন্ধানে বটিয়াঘাটার জলমা ইউনিয়নে মাঠ পর্যায়ে সরেজমিনে পরিদর্শন করেন খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসাম্মৎ হোসনে আরা, রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন) দিপক মন্ডল, উপাচার্য এর সচিব সঞ্জয় সাহা, ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ পদ দাশ সহ বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। গতকাল শনিবার বেলা ১২ টায় জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা,তেঁতুলতলা ও ছয়ঘরিয়া এলাকায় অকৃষি খাস জমি সরেজমিনে পরিদর্শন করেন । কয়েকটি বিভিন্ন বিভাগের রিসার্স সেন্টার নির্মান কল্পে প্রায় ১৫ থেকে ২০ একর জমির প্রয়োজন । এতে করে রিসার্স সেন্টার নির্মান কল্পে প্রথম অন্তরায় হয়ে দাঁড়াবে । সে ক্ষেত্রে ছয়ঘরিয়া মৌজার শৈলমারী নদী ভরাটি অকৃষি খাস জমি পছন্দ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Spread the love
Link Copied !!