বটিয়াঘাটায় সার্বক্ষণিক প্রসব সেবা প্রদানের লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত।


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৮:২৭ পূর্বাহ্ণ / ৮৭
বটিয়াঘাটায় সার্বক্ষণিক প্রসব সেবা প্রদানের লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত।

বটিয়াঘাট প্রতিনিধি:
বটিয়াঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২ টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম— সচিব) হাবিবুল হক খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ—পরিচালক আনোয়ারুল আজিম এর স্বাগত বক্তৃতা ও এমসিএইচ এর সহকারী পরিচালক ডাঃ আ ন ম মোস্তফা কামাল মজুমদারের প্রেজেন্টশনায় এবং ডাঃ শচীন্দ্র নাথ শীল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাণী সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব কুমার বিশ্বাস রিটু, বিধান রায়, আসলাম হালদার, শেখ ওবায়দুল্লাহ, মোঃ আসাবুবুর রহমান আসাব, জি এম মিলন গোলদার, পরিবার পরিকল্পনা সহকারী মোঃ আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা আঁকুঞ্জী, এফডাব্লুউএ আন্না রানী ঘোষ, ইউপি সদস্য রমা মন্ডল সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Spread the love
Link Copied !!