প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২২, ১১:৪৭ অপরাহ্ণ / ৮৩
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলার কাশিয়ানী উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কু-ু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, সমবায় অফিসার আব্দুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন বক্তব্য রাখেন।

আরও পড়ুন: চা বাগানের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার : মজুরি ১৪৫ টাকা নির্ধারণ

দিনব্যাপী অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মশালায় কাশিয়ানী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বররা অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বআরোপ করেন।

Spread the love
Link Copied !!