ঝিকরগাছায় বই পড়ায় উদ্বুদ্ধ করতে ‘পাঠ্যচক্র ক্যাম্পেইন’


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২২, ৪:২৮ অপরাহ্ণ / ১১৩
ঝিকরগাছায় বই পড়ায় উদ্বুদ্ধ করতে ‘পাঠ্যচক্র  ক্যাম্পেইন’

‘পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারের রই’ এবং ‘মাদক, মোবাইল ও মোটরসাইকেল ছাড়ি, পড়ার অভ্যাস গড়ে তুলি’ স্লোগানে উজ্জীবিত হয়ে যশোরের ঝিকরগাছায় ‘পাঠ্যচক্র ক্যাম্পেইন’ হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে পেন ফাউন্ডেশন পাবলিক লাইব্রেরির উদ্যোগে ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে বই পাঠের মধ্য দিয়ে কল্পনাশক্তি বৃদ্ধি,
মানবিক গুণাবলী বিকশিত করতে জ্ঞানচর্চায় উৎসাহিত এবং জীবনমুখী দিক্ষায় দিক্ষিত করার ক্ষেত্রে বই পাঠের বিকল্প নেই।

পাঠচক্রের মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ ও পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্যিক কবি টিপু সুলতান।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলে সরকার সমন্বয় করবে : ওবায়দুল কাদের

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ৮ম শ্রেণির অনন্ত কুমার ধর ও ৯ম শ্রেণির শিক্ষার্থী মারজানা আক্তার শাম্মী। প্রতি মাসের ২য় ও শেষ শুক্রবার পাঠচক্রে সকলকে অংশগ্রহণ করার জন্য পাঠ্যচক্র ক্যাম্পেইন থেকে অনুরোধ করা হয়।

Spread the love
Link Copied !!