জাতিসংঘ মহাসচিব ইউক্রেন প্রেসিডেন্ট ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করবেন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২২, ২:০৮ অপরাহ্ণ / ৪৫
জাতিসংঘ মহাসচিব ইউক্রেন প্রেসিডেন্ট ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করবেন

জাতিসংঘ মহাসচিব ইউক্রেন প্রেসিডেন্ট ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করবেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার লবিবে ইউক্রেন ও তুরস্কের নেতার সাথে সাক্ষাত করতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত মাসে এ ব্যাপারে একটি চুক্তিতে পৗেঁছানোর পর তিনি এ সাক্ষাত করতে যাচ্ছেন। আর চুক্তির আওতায় ইউক্রেন থেকে খাদ্য শস্যের রপ্তানি ফের শুরু হয়। খবর এএফপির।

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে জরুরি ভিত্তিতে ইউক্রেনের জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিতে হবে ন্যাটো প্রধান এমন কথা বলার একদিন পর এ সাক্ষাতের কথা বলা হলো। রাশিয়ান সৈন্যরা এ কেন্দ্র দখল করে নেওয়ায় সেখানে পরমাণু দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

গুতেরেসের মুখপাত্র জানান, জাতিসংঘ প্রধান, ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান খাদ্য শস্য রপ্তানি চুক্তির পাশাপাশি এ সংঘাতের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন। তিনি আরও জানান, এ সময় ইউক্রেনের ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিষয় আলোচনায় আসবে এ ব্যাপারে তার কোন সন্দেহ নেই।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

বুধবার তার নিয়মিত সান্ধ্যকালীন ভাষণে জেরেনস্কি বলেন, গুতেরেস ইতোমধ্যে পৗেঁছে গেছেন এবং তারা ‘ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল পেতে কাজ করবেন।’
গুতেরেস শুক্রবার ওডিসা বন্দর পরিদর্শন করবেন। ওডিসা হচ্ছে খাদ্য শস্য রপ্তানি চুক্তির সাথে সম্পৃক্ত তিনটি বন্দরের অন্যতম। আঙ্কারার মধ্যস্থতার পাশাপাশি জাতিসয়ঘের উদ্যোগের আওতায় গত জুলাইয়ে এ চুক্তি করা হয়। চুক্তিটি পর্যবেক্ষণে কাজ করা কমিটি জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার পরিদর্শনে তিনি সেখান থেকে তুরস্ক যাবেন।

Spread the love
Link Copied !!