চট্টগ্রাম চিড়িয়াখানার ১১ অজগর ছানা সীতাকুন্ড ইকোপার্কে অবমুক্ত করলেন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২২, ৫:২৪ অপরাহ্ণ / ১০৪
চট্টগ্রাম চিড়িয়াখানার ১১ অজগর ছানা সীতাকুন্ড ইকোপার্কে অবমুক্ত করলেন

সীতাকুন্ড ইকোপার্কে অবমুক্ত করা হলো চট্টগ্রাম চড়িয়িাখানার ১১ অজগর ছানা। চট্টগ্রাম চড়িয়িাখানায় জন্ম নেওয়া ১১টি অজগর সাপের ছানা চট্টগ্রামের সীতাকুন্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রনাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া অজগর সাপের ছানা গুলো অবমুক্ত করা হয়। সাপগুলো অবমুক্ত করনে সীতাকুন্ড- সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মো. শাহাদাৎ হোসেন, অসীম কান্তি দাশ, সীতাকুন্ড- রেঞ্জ কর্মকর্তা (পর্যন্ত) মো. আলাউদ্দীন। সীতাকুন্ড- ইকোপার্কে এ পর্যন্ত ৬৪টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ঝিকরগাছায় বই পড়ায় উদ্বুদ্ধ করতে ‘পাঠ্যচক্র ক্যাম্পেইন’

জানা যায়, গত জুন মাসের শেষের দিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় তৃতীয়বারের মতো হাতে তৈরি ইনকিউবেটরে জন্ম নেয় অজগরের বাচ্চা। ৬৫ দিন পর ডিম থেকে ফুটে বের হয় ১১টি অজগরের বাচ্চা।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মো. শাহাদাত হোসেন বলেন, ২০১৯ সালে প্রথমবার ২৫টি ডিম থেকে বাচ্চা ফুটানো হয়। এরপর ২০২১ সালে ফুটানো হয় ২৮ টি এবার ১১ টি বাচ্চা ফুটানো হলো।

Spread the love
Link Copied !!