কুয়েটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদ্ যাপিত


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ / ১৩০
কুয়েটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদ্ যাপিত

দেশ সংগ্রাম প্রতিবেদক:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায়  উদ্ যাপন করা হয়েছে। সকাল ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পবিত্র কোরআন শরীফ তেলওয়াত খতম করা হয়। সকাল ৯ টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে  বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, দপ্তর ও শাখা প্রধানগণদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র-কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখা, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি (তৃতীয় শ্রেণী), কর্মচারী সমিতি (চতুর্থ শ্রেণী), মাস্টাররোল কর্মচারী সমিতি, গৌরব ৭১ এবং কুয়েট স্কুলসমূহের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৯ টায় অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভায় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সজল কুমার অধিকারী, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মচারী সমিতির (৩য় শ্রেণী) সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মোঃ রবিউল ইসলাম।

অন্যান্য কর্মসূচির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত স্কুলসমূহের শিশু-কিশোারদের অংশগ্রহনে সকাল সোড়ে ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা ও নির্ধারিত উপস্থিত বক্তৃতা, বঙ্গবন্ধুর জীবন আলেখ্য ইত্যাদি অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে অবস্থিত স্কুলসমূহের শিশু-কিশোারদের অংশগ্রহনে সকাল ৮ঃ৪৫ টায় আনন্দ র‌্যালীর নেতৃত্ব দেন কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সকাল ১০ঃ৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনাদর্শের বিভিন্ন দিক উপস্থাপন ও দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১ঃ১৫ টায় রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা ও নির্ধারিত উপস্থিত বক্তৃতা এর জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  বিশ্ববিদ্যালয়ের   মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে কুয়েটের শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতি ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
এছাড়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে  বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় জামে মসজিদে আসর বাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Spread the love
Link Copied !!